Skip to content

৪ঠা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এই শহরে

কংক্রিটের এই শহরে রুদ্ধশ্বাসে চলছে জীবন,
ধূসর ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ জুড়ে বিনিদ্র রাত্রি যাপন।
সবুজ আশ্রয়হীন হয়ে ঘুরছে শহরের বুকে এখানে ওখানে,
অট্টালিকায় বেঁধেছে বাসা চড়ুই দম্পতি সুখের আশায় চুপিসারে।
উইপোকার দল মাটি খুঁজে না পেয়ে গড়েছে ঘর ইট-পাথরের রাজ্যে,
জোনাকির আলো নিশ্চিহ্ন হয়ে গেছে শহরের দুয়ার টেনে,
ল্যামপোস্টের নিয়ন আলোয় রাত্রি ঘুমায় বুক পেতে কাঁটাতারে।
এই শহরের বাতাস হেমলক পান করে আজ মৃত্যুর উর্বর চাষা,
তাই মানুষের হৃদপিণ্ডে জ্বালাময়ী মিথস্ক্রিয়া করছে খেলা।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ