Skip to content

৪ঠা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অনূর্ধ্ব-২০ নারী সাফ ফুটবল: ফাইনালে লড়বে বাংলাদেশের মেয়েরা

ক্রিড়াঙ্গনে দেশের নারীদের অবদান নেহাত কম নয়। বরং কিছু কিছু ক্ষেত্রে তাদের অর্জন অনেকটা বেশি। এইতো কিছুদিন আগে সাফ চ্যাম্পিয়ন হয়ে ফিরলো বাংলাদেশ নারী ফুটবল দল। সানজিদা, ঋতুপর্ণারা বাংলাদেশের নারীদের কাছে নতুন অনুপ্রেরণার নাম।

নারীদলের কাছে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আবদার একটু বেশিই। তাইতো জয়ের লক্ষ্যে নারী (অনূর্ধ্ব-২০) সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নেপাল।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। গত সেপ্টেম্বরে নেপাল থেকে সিনিয়র সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি জিতে দেশে ফিরেছিলেন সাবিনা-কৃষ্ণারা। সিনিয়র সাফের মতো যুব সাফের ফাইনালেও প্রতিপক্ষ নেপাল। নারীদের সাফের টুর্নামেন্টে গত ছয় মাসে এ নিয়ে তৃতীয়বার শিরোপার লড়াই বাংলাদেশ ও নেপালের।

তবে অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলা শামসুন্নাহার-আকলিমারা চ্যাম্পিয়ন হতে পারবেন বলেই সবার বিশ্বাস। লিগ পর্যায়ের তিনটি ম্যাচই দারুণ খেলেছেন স্বাগতিক মেয়েরা। তিন ম্যাচের দুটি জিতে এবং একটি ড্র করে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবেই ফাইনাল খেলছে বাংলাদেশ। অন্যদিকে নেপাল তিন ম্যাচের দুটি জিতে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে। বাংলার বাঘিনীদের গর্জন আরও একবার দেখার অপেক্ষায় দেশবাসী।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ