Skip to content

নানা রঙের মানুষ

নানা রঙের মানুষ আছে
এ দুনিয়ার পর,
কেউ থাকে অট্টালিকায়
নেইকো কারো ঘর।

কেউ খায় কোরমা পোলাও
কেউবা অনাহারে,
ঋণের বোঝা মাথায় নিয়ে
ঘোরে প্রতি দ্বারে।

কেউ ফর্সা কেউবা কালো
কেউ লম্বা বেটে,
গরীব মানুষ জীবনভর
মরছে খেটে খেটে।

মন্দ লোক সারাক্ষণ
করে নানা ফন্দি,
ধনী-গরীবে তফাৎ বড়
যেন সাগর নদী।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ