সাত তারিখের কবি
মার্চ মাসের অই সাত তারিখে
গণ জোয়ার আসলো
সাত কোটি লোক নতুন গানে
সৃষ্টি সুখে ভাসলো।
এক আঙ্গুলের কলম দিয়ে
কাব্য লেখেন কবি,
আজকে তাঁহার মুখটা ভাসে
আকাশ জোড়া ছবি।
দৈববাণী শুনে শিষ্য
সাহস পায় যে বুকে,
যায় যদি যাক প্রাণটা তবু
শত্রু দেবে রুখে।
বঙ্গবন্ধুর এক ভাষণে
দেশটা হলো মুক্ত,
সাত তারিখের বজ্রকণ্ঠে
বীজটা ছিলো সুপ্ত।