Skip to content

৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিশুর জিজ্ঞাসা

শিশু যখন গর্ভ থেকে মায়ের কোলে আসে,
স্বপ্ন ভরা দু,চোখ মায়ের খুশির বানে ভাসে।
আমার মায়ের চোখে কেন দেখি এত জল?
কে মোছালো স্বপ্নরাশি? বল রে তোরা বল।

পাইনা কেন শিক্ষার আলো ওদের মতো করে?
দু,চোখ  ভরা স্বপ্ন কেন  অকালে  যায়  ঝরে?
আলো- বাতাস সবই যদি সমান সমান পাই,
আমরা কেন  পড়ে  থাকি ধুলিমাখা  গায়?

পরনে কেন ছেঁড়াকানি উপবাসে যায় দিন?
জীবন কেন টানা পোড়েন মাথায় বোঝা ঋণ?
বিলাসবহুল গাড়ি- বাড়ি ভাগ্যে ওদের লেখা?
আমরা তবে পাইনা কেন? ভাগ্যদেবীর দেখা?

আমার  মায়ের গর্ভধারণ হয়েছে বুঝি পাপ!
জীবন  কেন এমনি  যাবে নিয়ে  অভিশাপ? 
সমাজপতি বলতে হবে কে নেবে এর দায়?
কে করলো সব ব্যবধান? সুষ্ঠু জবাব চাই। 

ঘুচিয়ে দিয়ে সব ব্যবধান চাই যে অধিকার 
বাঁচুক শিশু  উঁচু মাথায় হোক না অঙ্গীকার।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ