মুক্তিযোদ্ধা ও ৭১
তোমরা যারা এনে দিয়েছিলে স্বাধীনতা,
আমরা পেলাম, এক ফালি সবুজে মোড়ানো,
রক্তে মাখা একটি লাল সূর্য।
আমরা আজও স্বাধীন নই, হইনি বোধহয়!
তোমরা যে ভূমি দিয়েছিলে আমাদের,
সেই বাংলার পথে প্রান্তরে;
আজও বারুদের গন্ধ পাওয়া যায়,
স্বজনেরা আজও লাশ খুঁজে ফেরে।
এখনো ধর্ষিতার আহাজারিতে,
বাতাস ভারী হয়ে ওঠে,
ঠিক ৭১ এর মতোই।