Skip to content

২৬শে মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ | বুধবার | ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইতিহাস গড়ে মহাকাশে কেটি পেরি

এবার মহাকাশে যাওয়ার ইতিহাস করতে যাচ্ছে কেটি পেরি। কেটি পেরির নামের সাথে যুক্ত হচ্ছে আরেকটি বিশেষণ মহাকাশচারী। মহাকাশে যাচ্ছেন জনপ্রিয় এই সংগীতশিল্পী। জেফ বেজসের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু অরিজিনের রকেটে চড়ে একটি মিশনে যাবেন তিনি। মিশনের নেতৃত্বে থাকছেন কেটি।


বিবিসি থেকে জানা যায় যে, ব্লু অরিজিনের মতে, ১৯৬৩ সালে ভালেন্তিনা তেরেসকোভার ঐতিহাসিক মহাকাশ ভ্রমণের পর এটিই হবে প্রথম নারী-নেতৃত্বাধীন মহাকাশ মিশন। কেটির সঙ্গে এই অভিযানে অংশ নিচ্ছেন, জেফ বেজোসের বাগদত্তা লরেন সানতেজ জনপ্রিয় সঞ্চালক গেইল কিং , সাবেক নাসা বিজ্ঞানী আইশা বোয়ি, মানবাধিকারকর্মী অ্যামান্ডা গুয়েন এবং চলচ্চিত্র প্রযোজক ক্যারিয়ান ফ্লিন। 
চলতি বছরেই ব্লু অরিজিনের এনএস-৩১ মিশনটি মহাকাশের পথে রওনা দেবেন কেটি। কেটি পেরি আগামী ২৩ এপ্রিল থেকে ১১ নভেম্বর পর্যন্ত বিশ্ব কনসার্ট ট্যুরে ব্যস্ত থাকবেন, তাই ধারণা করা হচ্ছে এর আগেই এই মহাকাশ অভিযান সম্পন্ন হবে।
এক বিবৃতিতে ব্লু অরিজিন জানায়, এত বড় একটি মিশনে নেতৃত্ব দিতে পেরে কেটি পেরি নিজেকে গর্বিত মনে করছেন। কেটি নিজেও আশা প্রকাশ করেছেন, এই অভিযান পরবর্তী প্রজন্মের নারীদের মহাকাশ গবেষণায় অংশ নিতে অনুপ্রাণিত করবে। এটি নারীদের উৎসাহিত করবে।

২০০১ সালে ক্যারিয়ার শুরুর পর থেকে তিনি ৫বার আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস ও ৫বার বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস জিতেছেন। তার সর্বশেষ স্টুডিও অ্যালবাম ‘১৪৩’ প্রকাশিত হয় গত বছর, যদিও এটি তেমন সাড়া ফেলতে পারেনি। ৪০ বছর বয়সী কেটি পেরি বর্তমান সময়ে অন্যতম জনপ্রিয় একজন পপ তারকা।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ