১৩ বছর বয়সী কিশোরীর টোকিও অলিম্পিকে বাজিমাত
মাত্র ১৩ বছর বয়সে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়লেন জাপানের মোমিজি নিশিয়া। টোকিও অলিম্পিকে গত ৮৫ বছরে সবচেয়ে কমবয়সী অ্যাথলেট হিসেবে সোনা জিতেছেন এই কিশোরী।
অলিম্পিকের ইতিহাসে দ্বিতীয় বয়োকনিষ্ঠ স্বর্ণজয়ী অ্যাথলেট নিশিয়া। সোমবার অলিম্পিকের স্কেটবোর্ডিংয়ে শেষ ট্রিকের আগে স্বদেশি নাকায়ামা ফুনা ও ব্রাজিলের লিয়াল রায়সার চেয়ে পিছিয়ে ছিলেন জাপানের মোমিজি নিশিয়া।
কিন্তু শেষ ট্রিকে ভুল করেন নাকায়ামা ও লিয়াল। ফাইনালে স্বর্ণপদক জিততে মোমিজি স্কোর করেন ১৫.২৬ পয়েন্ট। কিন্তু ১৪.৬৪ পয়েন্ট নিয়ে শেষ ট্রিক শুরু করেছিলেন লিয়াল। সবার প্রত্যাশা ছিল লিয়ালই জিতবেন স্বর্ণ।
অবশেষে কারিকুরি দেখানোর সময় একবার ধাক্কা খান তিনি। এতেই বোঝা যায় এ রাউন্ডে আর পয়েন্ট পাবেন না লিয়াল। নিশিয়ার জন্য এটা ছিল একটি দারুণ সুযোগ। সাত নম্বরে নিজের শেষ ট্রিক শুরু করেন তিনি। শেষ ট্রিকে কারিকুরি দেখাতে কোন ভুল করেননি নিশিয়া। এই ট্রিকে ৩.৪৩ পয়েন্ট পেয়ে জিতে নেন স্বর্ণ।