Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

মৃত্যুঞ্জয়ী বুদ্ধিজীবী

বিজয় ধ্বনি অ‌ই শোনা যায়
দু’দিন আগে থেকে,
এমন সময় রাতের আঁধার
ঠক ঠক ঠক করে কে?
কথা আছে বলে, ভুলিয়ে ভালিয়ে
ছলনা করে ওরা,
হাত চোখ বেঁধে কোথায় নিয়ে যায়
গাড়ি গাড়ি ভরা।


সেদিন বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিক,
ডাক্তার, ইঞ্জিনিয়ার মেধাবীরা হারিয়ে যায়!
বিজয়ের ঊষা লগ্নে, শোকে আচ্ছন্ন জাতি।
সারাদেশে বধ্যভূমির বাতাস ভারী হয়ে যায়,
হায়েনারা হাসে চুপি চুপি সাথে ঐ রাজাকার।
হে শহিদ বীর! তোমাদের দান, আছে অম্লান,
থাকবে বেঁচে অনন্তকাল, মৃত্যুঞ্জয়ী হয়ে।
তোমাদের শূণ্যতা অপূরণীয় রয়।
বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি
হে বুদ্ধিজীবী শহিদ!

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ