Skip to content

৬ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এটাই আমার বেঁচে থাকা

এই যে তোমার বসছি পাশে, আসছি কাছে কারণ ছাড়াই;
তার মানে কী বুঝছো তুমি, তোমার মাঝে কেন হারাই?

কেন তোমার মুখের বাণী লাগছে এমন মধুর মতো?
কেউ জানে না আমি জানি তোমার মাঝেই কারণ শত।

এই যে তোমার মিষ্টি হাসি দেখতে ভীষণ লাগছে ভালো,
এতেই আমার দূর হয়ে যায় মনের যত আঁধার কালো।

তোমার সাথে গল্প করেই আনন্দে বেশ কাটছে বেলা,
তোমার মতো আর কখনো কেউ করেনি প্রণয় খেলা।

এই যে তোমায় দু’চোখ ভরে দেখছি তবু মন ভরে না,
তোমার মতো স্বার্থবিহীন আদর-সোহাগ কেউ করে না।

তুমিই আমার সুগন্ধি ফুল, রাখছো সতেজ হৃদয় বাগান;
তোমায় ছাড়া ভাল্লাগে না, বুঝতে কী পাও চাচ্ছে কী প্রাণ?

এমনি করেই অনন্তকাল হয় যেন গো কাছে রাখা,
এই যে তোমায় বাসছি ভালো, এটাই আমার বেঁচে থাকা।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ