শীতের পোশাক ব্যবহারের আগে কী করবেন?
শীতকাল অনেকেই পছন্দ করেন। তবে শীতের সময় শরীরের প্রতি বিশেষ যত্ন নিতে হয়। শীত আসার আগে আমরা সবাই আমাদের গরম পোশাকগুলো বের করি, কিন্তু অনেক সময় সেগুলো পরিধানের জন্য সঠিকভাবে প্রস্তুত করা হয় না। শীতের পোশাক ব্যবহারের আগে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত, যাতে পোশাকগুলো স্বাস্থ্যকর, আরামদায়ক এবং দীর্ঘস্থায়ী হয়।
পোশাকগুলো ভালোভাবে পরিষ্কার করুন
শীতের পোশাক দীর্ঘদিন ধরে সংরক্ষিত থাকে। তাই এগুলোর মধ্যে ধুলাবালি, জীবাণু, অথবা দুর্গন্ধ থাকতে পারে।
উল বা পশমের পোশাক
উল বা পশমের পোশাক ড্রাই ক্লিনিং করাই সবচেয়ে ভালো। কারণ ঘরে ধোয়ার সময় উলের তন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে।
কাপড়ের জ্যাকেট ও সোয়েটার
সাধারণ সাবান বা ডিটারজেন্ট দিয়ে হালকা গরম পানিতে ধুয়ে রোদে শুকাতে দিন।
শাল বা স্কার্ফ
মৃদু ডিটারজেন্ট ব্যবহার করে সাবধানে ধুয়ে নিন।
পোশাক ভালোভাবে রোদে দিন
দীর্ঘদিন ধরে শীতের পোশাক আলমারিতে বা বাক্সে বন্ধ থাকলে এতে ছত্রাক বা ফাঙ্গাসের সংক্রমণ হতে পারে।পরিষ্কারের পর পোশাকগুলো উজ্জ্বল রোদে শুকিয়ে নিন। এটি পোশাক থেকে যে কোনও ধরণের আর্দ্রতা দূর করবে এবং জীবাণু ধ্বংস করবে।
জিপার, বোতাম ও সেলাই পরীক্ষা করুন
শীতের পোশাকের জিপার, বোতাম, বা সেলাইগুলো অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে।কোনও জিপার আটকে থাকলে সেটি তেল দিয়ে মসৃণ করুন।বোতাম খুলে গেলে নতুন বোতাম লাগিয়ে নিন।পোশাকের কোনও অংশ ছিঁড়ে গেলে সেলাই করে নিন।
আলমারি বা বাক্স পরিষ্কার করুন
যেখানে শীতের পোশাক সংরক্ষণ করা হয়, সেগুলোও পরিষ্কার রাখা জরুরি।আলমারির ভেতরে শুকনো কাপড় বা টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করুন। ছত্রাক প্রতিরোধ করতে ন্যাপথলিন বল বা নিমপাতা ব্যবহার করুন।
পোশাক আয়রন করুন
শীতের পোশাক আয়রন করা হলে এতে থাকা ধুলাবালি বা জীবাণু দূর হয়।তবে উলের পোশাক আয়রন করার সময় একটি পাতলা কাপড় ব্যবহার করুন, যাতে তন্তু পুড়ে না যায়।
সংরক্ষণ পদ্ধতি আপডেট করুন
আগের বছরের মতো যদি শীতের পোশাক সংরক্ষণ করে থাকেন, তবে এবার নতুন কিছু চেষ্টা করুন। ভ্যাকুয়াম প্যাক ব্যবহার করে পোশাক সংরক্ষণ করলে এটি ধুলাবালি থেকে মুক্ত থাকে।সিলিকা জেল ব্যবহার করুন, যা আর্দ্রতা শোষণ করে।
জুতা ও আনুষঙ্গিক জিনিসের যত্ন নিন
শীতের জুতা, মাফলার, হ্যাট, ও গ্লাভসেরও যত্ন নিতে হবে। চামড়ার জুতা পরিধানের আগে পলিশ করুন এবং প্রয়োজনে মেরামত করুন। গ্লাভস ও মাফলার পরিষ্কার করে রোদে শুকিয়ে নিন।
যত্নশীল হয়ে ব্যবহার করুন
শীতের পোশাক দীর্ঘস্থায়ী করতে সেগুলো যত্ন সহকারে ব্যবহার করতে হবে। খুব বেশি টানাটানি করবেন না, এতে তন্তু ছিঁড়ে যেতে পারে। প্রতিদিন একই পোশাক না পরে ঘুরিয়ে ফিরিয়ে পরুন।
পোশাকের দুর্গন্ধ দূর করুন
পুরোনো পোশাক থেকে অনেক সময় দুর্গন্ধ বের হয়। ভিনেগার ও পানির মিশ্রণ দিয়ে পোশাক হালকাভাবে স্প্রে করুন। তুলায় কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে পোশাকের মধ্যে রাখলে দুর্গন্ধ দূর হয়।
জীবাণুমুক্ত রাখার ব্যবস্থা করুন
শীতের পোশাকের মধ্যে জীবাণু থাকা অস্বাভাবিক নয়। পোশাক স্টিমিং করে জীবাণু ধ্বংস করুন। ক্লিনিং স্প্রে ব্যবহার করে ব্যাকটেরিয়া মুক্ত রাখুন।
শীতের পোশাক ব্যবহারের আগে সঠিক যত্ন নেওয়া প্রয়োজন। এটি শুধু পোশাকের আয়ু বাড়ায় না, বরং আমাদের স্বাস্থ্যকেও সুরক্ষিত রাখে। উপরের ধাপগুলো মেনে চললে আপনার শীতের পোশাকগুলো আরামদায়ক ও স্বাস্থ্যসম্মতভাবে ব্যবহার করতে পারবেন।