Skip to content

৩রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১২ জন নারী গভর্নর নিয়ে রেকর্ড গড়লো যুক্তরাষ্ট্র

বিশ্ব রাজনীতিতে নারীর আনাগোনা দিনের পর দিন বেড়েই চলেছে। একটা সময় রাজনীতিতে নারীদের নামে মাত্র উপস্থিতি ছিল। তবে সময় পাল্টেছে। রাজনীতিতে নারীর আনাগোনা এখন চোখে পড়ার মতো। এ বিষয়ে এবার রেকর্ড গড়লো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে মঙ্গলবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনের মধ্য দিয়ে ১২ জন নারী গভর্নর পেতে যাচ্ছে দেশটি।

গভর্নর পদে নারীরা নির্বাচিত হওয়ার সংখ্যার দিক থেকে এটি যুক্তরাষ্ট্রে নতুন রেকর্ড। যুক্তরাষ্ট্রে বর্তমানে ৯ জন নারী গভর্নর আছেন। ইতোমধ্যে গভর্নর পদে ১০ নারীর জয় নিশ্চিত হয়েছে। আর অ্যারিজোনা ও অরিগন অঙ্গরাজ্যে শুধু নারীরা প্রতিদ্বন্দ্বিতা করায় সেখান থেকেও দুই নারী গভর্নর নির্বাচিত হবেন।

নারী গভর্নর হিসেবে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য থেকে ডেমোক্র্যাট নেতা মরা হিয়ালি গভর্নর নির্বাচিত হয়েছেন। তিনিই প্রথম সমকামী গভর্নর। এর আগে অঙ্গরাজ্যটির অ্যাটর্নি জেনারেল ছিলেন তিনি। ট্রাম্পের সাবেক মুখপাত্র সারাহ হাকাবি স্যান্ডার্স আরকানসাসের প্রথম নারী গভর্নর হতে যাচ্ছেন। রিপাবলিকান নেতা কেটি ব্রিট আলাবামার প্রথম সিনেট সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন। ২৫ বছর বয়সী ডেমোক্র্যাট নেতা ম্যাক্সওয়েল ফ্রস্ট মার্কিন কংগ্রেসের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

ডেমোক্র্যাট নেতা ওয়েস মুরও মেরিল্যান্ডের প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর হিসেবে ইতিহাস গড়েছেন। রিপাবলিকান নেতা মার্কওয়েন মুলিন প্রায় ১০০ বছর পর ওকলাহোমায় নির্বাচিত প্রথম নেটিভ আমেরিকান সিনেটর হলেন।

যুক্তরাষ্ট্রের রাটগার্স বিশ্ববিদ্যালয়ে আমেরিকান নারী ও রাজনীতিবিষয়ক গবেষণাকেন্দ্র সেন্টার ফর আমেরিকান ওম্যান অ্যান্ড পলিটিকস বলছে, দেশটির মোট গভর্নরসংখ্যার অন্তত ২৪ শতাংশের প্রতিনিধিত্ব করবেন নারীরা।

গবেষণাকেন্দ্রটি আরও বলেছে, এ ফলাফলের পর যুক্তরাষ্ট্রে কখনোই নারী গভর্নর না পাওয়া অঙ্গরাজ্যের সংখ্যা কমে ১৮ হয়েছে। এ ছাড়া নির্বাচনে গভর্নর পদে পুনর্বার প্রতিদ্বন্দ্বিতাকারী আট নারীর প্রত্যেকেই এ বছর সাফল্য পেয়েছেন।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ