তুমি আমার রঙিন স্বপ্ন
তুমি আমার রঙিন স্বপ্ন
তুমি চাঁদের আলো,
তাই তো আমি দিবানিশি
তোমায় বাসি ভালো।
তুমি আমার আধার রাতের
মিটিমিটি তারা,
তুমি আমার নদী-নালার
বৃষ্টি ঝরনা ধারা।
তুমি আমার মনের মানুষ
শিল্পীর আঁকা ছবি,
তুমি আমার পুব দিগন্তের
সকল বেলার রবি।
তুমি আমার দীপ্ত প্রেমের
কবির লেখা গান,
তুমি আমার রঙিন স্বপ্ন
তুমি আমার প্রাণ।