Skip to content

২৪শে সেপ্টেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ | শনিবার | ৯ই আশ্বিন, ১৪২৯ বঙ্গাব্দ

হলিউডে নির্মিত হচ্ছে মাদার তেরেসার বায়োপিক ‘কবিতা অ্যান্ড তেরেসা’

অ্যাগনিস গঞ্জা বোজাঝিউ, নামটি অনেকের কাছেই পরিচিত না হলেও মাদার তেরেসা নামটির সাথে পরিচিত নেই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আর্ত মানবতার সেবায়  নিজেকে শেষ দিন পর্যন্ত নিয়োজিত করেছিলেন এই মহীয়সী নারী এবং ধীরে ধীরে হয়ে ওঠেন সকলের প্রিয় মাদার তেরেসা। 

তাঁর জীবনকাহিনী কিছুটা হলেও অনেকেরই জানা। তবে এবার সেই জীবনকাহিনী ফুটে উঠবে রুপোলী পর্দায়। যার শুটিংও ইতিমধ্যে শুরু হয়ে গেছে।  ছবির নাম 'কবিতা অ্যান্ড তেরেসা'। ছবিটির পরিচালনা করছেন কমাল মুসাল।  ছবিটি ইংরেজি ভাষায় তৈরি হবে। শুটিংয়ের জন্য ইতোমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছেন জ্যাকলিন ফ্রিতসাচি করনাজ, ‘অক্টোবর’ খ্যাত বণিতা সান্ধু ও বলিউড অভিনেত্রী দীপ্তি নাভাল। জ্যাকলিনকে এই ছবিতে মাদারের ভূমিকায় দেখা যাবে। 

 

যখন কথা হচ্ছে মাদার তেরেসার বায়োপিক নিয়ে,  তখন একটা গুরুত্বপূর্ণ অংশজুড়ে থাকবে ভারত আর অবশ্যই কলকাতা। আর সিনেমার শুটিং এর শুরুটাই হয়েছে কলকাতা থেকে।  মাদার তেরেসা তাঁর জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় কাটিয়েছেন এই শহরে। কাজেই তাঁর বায়োপিকের শুটিংয়ের লোকেশন তালিকায় কলকাতার  যে প্রাধান্য থাকবেই, তা বলার আর অপেক্ষা রাখেনা। 

 

কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে হবে শুটিং। তবে মূলত উত্তর কলকাতাকেই চিত্রায়নের জন্য বেছে নেয়া হয়েছে।  তাঁর তৈরি বিভিন্ন হাসপাতাল, হোম আজও বহু মানুষের আশ্রয়। মূলত সেসব কাহিনী তুলে ধরার জন্যই শহরের বিভিন্ন প্রান্তকে বেছে নেয়া হয়েছে শুটিংয়ের জন্য।গত শনিবার থেকেই ছবির শুটিং শুরু হয়েছে কলকাতায়। তাঁর জীবনের চলার পথে যত চড়াই উতরাই, বাধা-বিপত্তি সবটাই থাকছে এই ছবিতে। 

 

এর আগেও মাদার তেরেসাকে নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে। ২০০৩ সালে ইতালির ফাব্রিজিও কোস্টা মুক্তি দেন প্রামাণ্যচিত্র ‘মাদার তেরেসা অব ক্যালকাটা’। ১৯৯৭ সালে মুক্তি পায় ডকু-ড্রামা ‘মাদার তেরেসা: ইন দ্য নেম অব গডস পুওর’।