Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

সত্যজিতের পর এবার সাদ জায়গা করে নিলেন কান চলচ্চিত্র উৎসবে

বিশ্বের সবথেকে বড় চলচ্চিত্র উৎসব 'কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'। এই উৎসবের ৭৪তম আসরে প্রথমবারের মত অফিসিয়াল সিলেকশনে স্থান করে নিলো বাংলাদেশী সিনেমা 'রেহানা মরিয়ম নূর'। 

 

বিশ্বের গুণী নির্মাতারা নিজেদের চলচ্চিত্র দিয়ে এই উৎসবে স্থান করে নিতে সারাবছর ধরে মুখিয়ে থাকেন। চলচ্চিত্রের এই সেরা মঞ্চে প্রথম বাঙালী পরিচালক হিসেবে স্থান পেয়েছিলো সত্যজিৎ রায় তাঁর 'পথের পাঁচালি' সিনেমার জন্য। এবার দ্বিতীয় বারের মত এই সম্মান অর্জন করলো বাংলাদেশের সিনেমা। 'আঁ সার্তে রিগার্দ' বিভাগে  সিনেমাটি নির্বাচিত হয়। সিনেমাটি পরিচালনা করেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ। 

 

২০১৭ তে শুরু করে স্ক্রিপ্ট, রিহার্সাল শেষে ২০১৯ এ এসে সিনেমার শুটিংয়ের কাজ শুরু হয়। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেন আজমেরি হক বাঁধন। এছাড়াও ছবিতে অভিনয় করেছেন -আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ন, ইয়াছির আল হক, সাবেরী আলমসহ অনেকে। 

 

পরিচালক সাদের এটি দ্বিতীয় সিনেমা।  এর আগে 'লাইফ ফ্রম ঢাকা' শিরোনামে আরো একটি সিনেমা নির্মাণ করেন তিনি।

 

আগামী ৬ জুলাই থেকে ফ্রান্সের কান শহরে বিশ্বের প্রথম সারির আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ