মা হওয়া বাধ্যতামূলক নয়: মিথিলা
বিশ্ব মা দিবস উপলক্ষে অনেক তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে মায়ের সাথে ছবি পোস্ট করে তাদের মায়েদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন। তবে, বরাবরের মতোই ব্যতিক্রম আলোচিত ও সমালোচিত মডেল অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা। মা দিবস উপলক্ষে ইনস্টাগ্রামে নতুন ভিডিও পোস্ট করেছেন।
পোস্ট করা ভিডিওটিতে মিথিলা বলেন, মা হওয়া বাধ্যতামূলক নয়। এক জন মহিলা নিজে সিদ্ধান্ত নিবেন, তিনি আদৌ মা হতে চান কি না। কারও উপরে সেটা চাপিয়ে দেওয়া উচিত নয়। এছাড়াও তিনি, এক জন মায়ের ক্ষেত্রে তার পারিপার্শ্বিকের দায়িত্ববোধ নিয়েও কথা বলেন। মিথিলা বলেন, এক জন মায়ের যোগ্যতা নিয়ে প্রশ্ন না তুলে তার দায়িত্ব ভাগ করে নেওয়া উচিত। মাতৃত্বকে উচ্চ স্থানে বসিয়ে মায়েদের উপরে মানসিক চাপ দেওয়াও ঠিক নয়।
তার মতে, মায়েদের মানসিক ও শারীরিক সহায়তার প্রয়োজন। মায়েদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। মায়েদের সুখে রাখতে হবে। তাহলে পরের প্রজন্মকে তারা সেই অনুভূতির দিকে ঠেলে দিতে পারবেন।