Skip to content

৪ঠা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাসেল এক রূপকথা

তোমাদের বলছি শোনো
কাতর হয়ে বলছি
এই চারা গাছটাকে তোমরা মাড়িয়ে যেও না।

ওকে কাগজের নৌকো বানিয়ে জলে ভাসাতে দাও
ওকে কাগজের এরোপ্লেন বানিয়ে ওড়ার স্বপ্ন দেখতে দাও
কিন্তু তোমরা, আমার কথা শুনবে কেন!

রাতের অন্ধকারে একটা গোটা পরিবারের সাথে
শিশুটিকেও নির্দয়, হত্যা করে ফেলো।

হায়রে আমার ‘পাখি সব করে রব’ প্রভাত বর্ণন
হায়রে আমার বন্দে আলী মিঞা ছবির মত গ্রাম
ঘুরগুট্টি মেঘের ভেতর উড়ে বেড়ানো ঘোড়া
ডানায় কেন আগুন লেগে গেল তার।

কষ্ট হচ্ছে মাগো, খুবই কষ্ট হচ্ছে
সহ্যের বাইরে ভয়ানক, নিদারুণ কষ্ট
ঘুমিয়ে পড়ছি তাই।

এবার হয়তো আমি প্রজাপতি হবো
আমার বাবা একটা সূর্য
আমার মা এই বাংলার প্রকৃতি
দাদা ভাবী সকলে কানামাছি খেলতে নেমেছে।

এবার ওরা মাটিকে ছুঁয়ে ফেলবে
আমি উড়ে উড়ে বেড়াবো

আমাদের যন্ত্রণা, আমাদের কষ্ট, আমাদের রক্ত তোমরা ভুলে যেও না।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ