Skip to content

২রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

একফোঁটা বোবা কান্নার ভাষা

কবরের মতো নীরবতা বুকে টেনে ঘুমায় আবুলের মা
জীবনের কোলাহল সমুদ্রের ঢেউয়ের মতো-
পায়ের কাছে লীন হয়;
অশীতিপর স্তনের একফোঁটা দুধ নেই অবশিষ্ট
আবুল তার ভাইরা ভুলে যায় সর্বংসহা মমতাবৃক্ষকে
কিছু নেই আর;আছে পাজরে,জঠরে শুধু- ক্ষুধা।

কবিতা কি আবুলের মা জানে না
কিন্তু কবিতা জানে আবুলের মা কে?
তাই লিখেছিল “তিন মুঠো ভাত”।

নীলাকাশে কতটুকু মেঘ জমলে বৃষ্টি হয়- কবিতা জানে
শুধু অনুবাদ করতে পারেনা-
আবুলের মায়ের এক ফোঁটা কান্নার বোবা ভাষা
পৃথিবীর শ্রেষ্ঠ কবিতা ” এখনো বেঁচে আছি”
তবু আবুলের মায়ের নিরবতা মৃত্যুর চেয়ে করুন- কবিতা জানেনা
আমি ভাবতাম,কবিতা সর্বংসহা
এখন মনে হচ্ছে আবুলের মায়ের “এক ফোটা বোবা কান্নার ভাষা”
ধারন করে এত বড় ষ্টোররুম কবিতার নেই।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ