আমার দেশ কনক কুমার প্রামানিক প্রকাশ: ৩০ আগস্ট ২০২২, ০৪:০১ পিএম আমার দেশের ধূলিকণাসোনার চেয়ে খাঁটি,সবুজ শ্যামল এই দেশপবিত্র তার মাটি।মাঠ ভর্তি সোনার ফসলকোথাও পাবে না,শরতে স্নিগ্ধ শিশিরভিজিয়ে দেয় পা।সব দেশের রাণী আমারপ্রিয় জন্মভূমি,আলো বাতাস দিয়ে করলেচির আপন তুমি। Share