পাখির মেলা আহমাদ কাউসার প্রকাশ: ১০ মার্চ ২০২২, ১২:৩০ পিএম ডানা মেলে নীল আকাশে পাখি করে খেলা নীল সবুজের দেশটা যেন শুধু পাখির মেলা। গাছের শাঁখে নদীর বাঁকে ওদের যাওয়া-আসা যেখানাতে যেমন খুশি বানায় আপন বাস। আহার করে পোকামাকড় নেমে জমির বুকে কিচিরমিচির গান করে যায় আছে মহাসুখে। Share