স্বরূপের প্রতিচ্ছবি
পাথরে রংতুলির আঁচড়ে সহস্র স্বপ্নের আবিষ্কার,
সবুজের সমাহারে ঝর্না জলের কোমল সরস!
কল্পিত স্বর্গ সুখে আলতা নূপুরে নববধূর আঁকার,
আর সুগন্ধি রুমাল ভাঁজে গোলাপ পাপড়ির পরশ।
বাসর সজ্জিত পূর্ণিমা চন্দ্রের মায়াবী আবেশ,
বাহারি পুষ্প মাল্যের স্বপ্নকল্পে নববধূ বরন।
উষ্ণ অভ্যর্থনায় শুষ্ক ওষ্ঠে লাজুকতা অবশেষ,
অতৃপ্ত হৃদয়ে শীতল স্নায়ুযুদ্ধই প্রশান্তির কারণ।
এক পশলা বৃষ্টিতে স্বপ্ন সব অলীকে রূপান্তর,
নিরেট পাথরে নিষ্প্রাণ রংতুলি আর পূর্ণ চন্দ্রগ্রহণ!
কল্পিত আলপনার মুহূর্তে বিবর্ণতায় মনান্তর,
অপরিবর্তিত মনে স্বরূপ প্রতিচ্ছবির অধিগ্রহণ।
চাকচিক্যময় মোড়কের বিজ্ঞাপনে কলুষিত অন্দর,
স্থান কাল পাত্রের পরিবর্তনেও অপরিবর্তিত অন্তর!