Skip to content

৫ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শরৎ স্মৃতির অমরতা

শরৎ গেল হেমন্ত এলো
ঋতুচক্রের নিমন্ত্রণে
ফিরেছে আশ্বিন অগচরে
বিরহ বিবাগী মনে।

শিশির ভেঁজা বিদায় বাণী
বাঁজে আমার কানে
এজনমে হলো না দেখা
তোমার আমার সনে।

শূন্য কুঠির পূর্ণ আলোয়
ফুল পাখিদের গানে
কোন বেদনায় কাঁদে এ মন
মনই কেবল জানে।

যাইনি কেন এতদিনে
কাশফুলের ঐ বনে
তাইকি বুঝি ঝরলো কাশ
আকুল অভিমানে…

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ