যদি কখনো যাই হারিয়ে

কখনো যদি যাই হারিয়ে শ্যামল ধরা ছেড়ে
খুঁজে নিও গগনে উড়া শুভ্র শালিকের ভিড়ে,
যদি না পাও শুভ্র শালিকের ভিড়ে
খুঁজে নিও রোজ প্রভাতে শিশিরভেজা ভোরে।
আমি থাকিব সেথায় তোমাদের অপেক্ষায়
প্রতিটি ক্ষণে খুবি আনমনে রইব প্রতিক্ষায়।
যদি কখনো যা্ই হারিয়ে।।
যদি কখনো যাই হারিয়ে হঠাৎ করে
তোমাদের কিছুই নাহি বলে,
খুঁজে নিও আমায় শাপলা শালুকে ভরা
দীঘির কালো জলে।
আমি থাকিব সেথায় তোমাদের অপেক্ষায়
দিবানিশি তোমাদের পথ চেয়ে।
যদি কখনো যাই হারিয়ে।।
যদি কখনো যাই হারিয়ে আত্মার বন্ধন ছেড়ে
খুঁজে নিও আমায় ওই জাদুকাটা নদীর তীরে,
হয়তো শুয়ে থাকিব শিমুলের মগডালে
হয়তোবা বারেকের টিলে।
শাহ আরফিনের রওজার পাশে
থাকিব সেথায় তোমাদেরি অপেক্ষায়।
যদি কখনো যাই হারিয়ে।।
যদি কখনও যায় হারিয়ে খুঁজে নিও
আমায় লালঘাটের ঝর্ণার স্বচ্ছ জলে,
খুঁজে নিও টাঙ্গার হাওরে।
অথবা সুরমা নদীর জলে।
আমি থাকিব সেথায় তোমাদের অপেক্ষায়
প্রহর গুনিব প্রতিটি প্রভাত ও সন্ধ্যায়।
যদি কখনো যাই হারিয়ে।।
যদি কখনো যাই হারিয়ে খুঁজে নিও
হাজন রাজার স্মৃতি বিজড়িত মিউজিয়ামে,
অথবা আব্দুল করিম ও দুর্বিন শাহের
কণ্ঠে বলা সেই সুরে।
পাখিদের কিচিরমিচির ডাকা ভোরে।
আমি থাকিব সেথায় তোমাদের অপেক্ষায়
খুঁজে নিও বাবুই-শ্যামার ছোট্ট খুঁটির নীড়ে।
যদি কখনো যাই হারিয়ে।