Skip to content

২রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাগো নারী

মনের ঘরের  অন্ধকারে, 
থাকবি তোরা আর কতকাল?
ঐ উঠেছে পূর্বদিকে,
টগবগিয়ে সূর্য লাল।

 

আর কতকাল চলবি তোরা, 
কষ্ট নিয়ে চুপটি করে,
রাখিস না রে কষ্টগুলো
নোনা জলে চক্ষু ভরে।

 

কি হবে আর এমনি বেঁচে, 
বাড়িয়ে দেহের আয়ুষ্কাল? 
জ্বালিয়ে দিয়ে বুকের জ্বালা,
বুন রে এবার স্বপ্নজাল।

 

ফাঁদ পেতেছে ধর্মগুরু,
পিষ্টে দিতে যাঁতাকলে,
ভাঙরে ঐ সব বন্দীশালা,
ভিজিস না রে চোখের জলে।

 

প্রাণেশ সেজে থাকবে ওরা
শিকল দিতে তোর পায়ে,
জীবন-মরণ সন্ধি-ক্ষণে
চড়বে না কেউ তোর নায়ে। 

 

সময় থাকতে বুঝে নে রে,
তোর জীবনের হিসাব-নিকাশ,
উঁচু মাথায় বাঁচতে হলে,
করতে হবে জীবন বিকাশ।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ