Skip to content

৬ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাজবর্ণ

'অ' দিয়ে একটা আংটি পরো তো মেয়ে
'ক' দিয়ে তোমার চাঁদ কপালে উঠুক টিপ
চুলের সিঁথিতে একটা টিকলি উঠুক, 
খোঁপায় তোমার অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু ফুল
'ঋ' অথবা 'উ' দিয়ে বানাও ঝুমকো কানের দুল। 

 

তোমার গলার হারে সেজে উঠুক বর্ণমালা
তোমার নরম কোমল শাড়িতে, বসন হোক বর্ণমালা
আমার বুকের ভিতর সহস্র প্রদীপ সাজিয়ে বরণডালা
তোমাকে ভালোবেসে আমি নতুন করে জন্ম নিতে চাই বাংলা ভাষা। 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ