নতুন সকাল
চেয়ে দেখো, শস্যের ভিতর সোনা রৌদ্রে লুকানো আছে
একটি সোনালী সকাল।
কলুষিত করো না তাকে,
বিকশিত হতে দাও আপন মহিমায়।
কালের ফোকরা আজ নেই জানি,
তবুও মর্মরিত হয়ো না উদয়ের সমুদ্র পাড়ে।
দেখো নির্জন জল রং মিশেছে রংধনুর সাত রঙে,
আলোকিত করতে অন্ধকারকে।
এসো বরণ করি, নতুন গমের মঞ্জরীতে।