ত্যাগ
এই মাসে মনে পড়ে
শহীদের কথা
চারদিকে সুনসান
কী যে নীরবতা।
বর হারা বোনটার
ব্যথা ভরা বুক
কার তরে চোখ দুটো
সদা উন্মুখ।
বুকের মানিক চলে
গেছে বহুদূর
মা বলে ডাকে না আর
খোকা সুমধুর।
আসবে না খোকা আর
মা'র শত ডাকে
কার আশে তবুও মা
উদাসিনী থাকে!
বোনে দিল সম্ভ্রম
ভায়ে দিল প্রাণ
দেশবাসী সব দিয়ে
হলো আগুয়ান।
সব মানুষের ত্যাগে
পেয়েছি এ দেশ
কারো প্রতি অযথাই
নেই বিদ্বেষ।