শীত
সাদা আঁচল গায়ে দিয়ে
এলো গাঁয়ে শীত
গাছগাছালির শাখে শাখে
পাতা ঝরার গীত।
পিঠাপুলির গন্ধ ছড়ায়
গাঁয়ের ঘরে ঘরে
কুমড়ো লতায় কলমি ডগায়
শিশির ঝরে পড়ে।
পাখপাখালি চুপটি করে
আপন নীড়ে বসে
মিঠেল রোদের আগমনীর
সময় হিসেব কষে।
নীল আকাশে লাল-সবুজের
বিজয় নিশান উড়লো,
বাংলাদেশের ভাগ্যচাকা
আলোর দিকে ঘুরলো।