জাতীয় পাখি
সাদা কালো দেহের গড়ন
পেটটা সাদা রঙের
ঠোঁটটা খাটো, আঁটোসাঁটো
জাতীয় পাখি বঙ্গের।
সকাল বেলা পাখির মেলা
বাড়ির পাশের গাছে
ফুড়ুৎ ফুড়ুৎ উড়ে বেড়ায়
শখে আবার নাচে।
মিষ্টি গানে তৃপ্তি আনে
কিচিরমিচির সুর
শুনতে বড়ই লাগে ভালো
লাগে সুমধুর।