Skip to content

৪ঠা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হেমন্তকাল এলে

হেমন্তকাল এলে সোনার দেশে
খুব সকালে ঘাসের ডগায় শিশির উঠে হেসে।

কার্তিক এবং অগ্রহায়ণ মাসে
ঘরে ঘরে আমন ধানের খুশির জোয়ার আসে।

গানের সুরে চাষি মনের সুখে
কাস্তে দিয়ে ধান কেটে তা জড়িয়ে ধরে বুকে।

পিঠাপুলি পায়েস খাওয়া হবে
সেই খুশিতে সবাই নাচে নবান্ন উৎসবে।

গাছগাছালি নদীনালায় এসে
অতিথি পাখিরা মাতে গভীর ভালোবেসে।

প্রকৃতিতে সবুজ ছোঁয়া লাগে
শিউলি বকুল গন্ধ ছড়ায় গভীর অনুরাগে।

নীল আকাশে হিমেল হাওয়ায় ভেসে
কাঁচা রোদের স্পর্শ নিয়ে হারিয়ে যায় শেষে।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ