Skip to content

২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রভাতবরণ

ছিন্ন মুকুলের মতো বৃন্তচ্যূত আমাদের ভবিতব‍্য
প্রখর তাপে পুড়ছে বসুমাতা
হৃদয় আঁধারে জ্বলে না শান্তির মশাল
মানবতার হাত কলঙ্কিত তাজা রক্তে
দু’চোখে লেপটে আছে দুঃখের অসুখ।
চেয়ে দেখো,শস্যের ভিতর সোনালী রোদ্দুর
কলুষিত করো না তাকে
আপন মহিমায় বিকশিত হতে দাও
মর্মহিত হয়ে উঠোনা উদয়ের সমুদ্রপাড়ে।
দেখো নির্জন জলের রং মিলেছে রংধনুর সাথে
সুস্থ করো ভবিতব্যের অন্ধকারকে
নব জাগরণে ,নব চেতনায়, নব তরঙ্গে
প্রত্যুষে সোনালী রোদ্দুরে এসেছে
এক নতুন মানবিকতার প্রভাত, এসো বরণ করি।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ