এক মুঠো রঙ মেখে
শান্ত নিবিড় মন কাননে
পুষ্প স্মৃতির ফুটে,
চোখের পাতা এক করিলে
শান্তি সুবাস জুটে।
স্মৃতির কুসুম ভাবতে শিখায়
হইতে শিখায় মালি,
রাখতে কানন অক্ষত খুব
হয়না যেনো খালি।
স্মৃতির কুসুম যায় না ঝরে
মনের কানন থেকে,
জীবন জুরে রঞ্জিত রয়
এক মুঠো রঙ মেখে।