নির্বাক চোখ
অবহেলায় হৃদয়ের স্পন্দন শীতল হয়
কষ্টের চিবুক ছুঁয়ে দুঃখগুলো আরও নিবিড় হয়,
পায়ের চেটোয় সহস্রাব্দীর স্তূপিত ধুলোবালি
লেপ্টে থাকে শুধু করুণা রূপে!
অধীর অপেক্ষায় চোখ ধোঁয়াশা হয়ে ওঠে
যামিনী আসে এমন প্রতি দিবসের সমাপ্তিতে
অভিমানী মনে নতুন আশার চর জাগে,
ক্রমশ রাত্রি বাড়ে, কিন্তু ঘুমহীন দু’চোখ
রাতের অন্ধকারে একাকিত্ব বিলি করে স্বপ্নহীন চোখ।
যে চোখ অতি নিকট থেকে মুখোশ খুলতে দেখেছে,
সে চোখের জলে রোজই সিঁথানের বালিশ ভিজে।
ক্লান্ত হয়ে সুদূরপানে চেয়ে থাকে বিস্ময়ে
পাথরে খোদাইকৃত সেই নির্বাক চোখ!
নিরব দর্শক মুখোশধারী তামাটে পৃথিবীর।
ভালোবাসাহীন দু’টো চক্ষু আজকাল
অতি সুনিপুণ অভিনয় শিখে গেছে,
জীবন নামক নাট্যমঞ্চের টানাপোড়েনে।