ভুলভ্রান্তি

ছবিঃ সংগৃহীত
মোহময় ভ্রমে ভ্রমে অতিক্রান্ত জীবনকাল
যত করেছি ভালো তার ঢের করেছি মন্দ
ইচ্ছা অনিচ্ছায় সহস্র পাপে জীবন ভরপুর
স্বার্থের টানে হানাহানি নিজের মাঝে দ্বন্দ্ব।
মুখ থেকেই জ্ঞাপন হাজার খারাপ বাণী
ভুলে ভরা এই জীবন সত্যিটা আজ অন্ধ
পাপের পথ জেনে মানুষ এগোয় সে পথে
ভুল পথে চলতে চলতে স্বর্গের পথ বন্ধ।
ইচ্ছে করে ভুল করলে তার যে ক্ষমা নাই
দয়াময় তোমার পদতলে তাই সুবুদ্ধি চাই।