Skip to content

২রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হেমন্তের আগমন

শীতের হাওয়া বইছে মৃদু 
বাংলার আকাশ তলে,
পিঠাপুলি খাবো আবার
মা বানাবে বলে! 

নানান দেশের নানান পাখি
আসছে আমার দেশে, 
হাওর বাওর বিলের জলে
রইবে তারা ভেসে। 

কার্তিকেরই ধানের মাঠে
কৃষাণ আপন কাজে,
নতুন ধানের গন্ধ শুকে
আনন্দ সুর বাজে। 

শিশির ভেজা দূর্বাঘাসে 
নগ্ন পায়ে হেঁটে,
ভোর বিহানে স্নিগ্ধ পরশ
যাবে সময় কেটে।

প্রকৃতির এই ব্যাকুল করা
মনোহরা দৃশ্য,
হেমন্তেরই আগমনে 
অবাক সারা বিশ্ব!

বাংলাদেশের যত ঋতু
হেমন্ত খুব প্রিয়,
মালিক যেদিন মৃত্যু দিবে
এই হেমন্তে দিও।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ