চিরচেনা হেমন্ত
কার্তিক এবং অগ্রহায়ণ মাসে,
বাংলাদেশে হেমন্তকাল আসে।
শিশির ঝরে রাত্রি, ভোরে, সাঁঝে,
দেশটা সাজে নতুন কারুকাজে।
মাঠে মাঠে পাকা আমন ধানে,
সুখ শিহরণ জাগায় সবার প্রাণে।
সকাল থেকে সন্ধ্যা চাষি মাঠে,
কাস্তে হাতে সোনালী ধান কাটে।
গীত গেয়ে ধান ভানে কৃষাণীরা,
দূর হয়ে যায় মনের যত পীড়া।
সখ্যতা হয় পিঠেপুলির সাথে,
নবান্ন উৎসবে সবাই মাতে।
শীতল হাওয়া বইতে থাকে ধীরে,
শীত-বুড়িটা আসছে যেন ফিরে।
রাতের বেলা জোনাক জ্বালে আলো,
চিরচেনা হেমন্ত খুব ভালো।