Skip to content

২রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মৃতপ্রায় জীবনের উৎসবে

মরে গেছে সচেতন মন
চলে গেছে বোধনের দিন
বেড়ে গেছে সময়ের ঋণ,
কাঁটাতারে বিঁধে গেছে পণ
দু'চোখে শূন্যতা সীমাহীন
অসময়ে বাজে বিষ-বীণ। 

অন্ধকার নিশিতের মাঝ
মৃতপ্রায় জীবনের ঘর
পরিচিত সবই আজ পর,
বেদনার অমলিন সাজ
কেড়ে নিল সুখের বাসর
বেঁচে আছি তবু মর মর।

হিসেবের খাতা খুলে দেখি
প্রাপ্যতার ঘরখানি ফাঁকা
মনপাখি অন্ধকারে ঢাকা,
এ জীবন সবটুকু মেকি
হৃদপটে নীল ছবি আঁকা
তবু মিছে মিলেমিশে থাকা।

উৎসব চলছেই তবু 
রঙহীন রসহীন ঘরে
স্বপ্নেরাই গেছে আজ মরে,
বিবেকের নেই কোনো প্রভু
জৌলুসও নেই আগে-পরে
কথা বলি অতি নিচু স্বরে।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ