আশ্বিন মাসে আহমাদ কাউসার প্রকাশ: ৬ অক্টোবর ২০২১, ০১:৩২ পিএম আশ্বিন মাসে নীল আকাশে ভাসে মেঘের তরী ইচ্ছে আমার ঐ তরীতে ভেসে ভেসে চড়ি। রাতের বেলায় চাঁদের বুড়ি চরকায় সুতো কাটে চাদের বুড়ির মুচকি হাসি ভাসে জলের মাঠে। মিটিমিটি আলো জ্বেলে ঘুরে জোনাক পোকায় চাদের বুড়ি মাঝে মাঝে মেঘের পিছে লুকায়। Share