কন্যাশিশু ফুলের মতো
কন্যাশিশু স্রষ্টার দেয়া
শ্রেষ্ঠ উপহার
কন্যা বিনা অপূর্ণ রয়
এ জগৎ সংসার।
কন্যাশিশু ফুলের মতো
সুবাস ছড়ায় বেশ
বাবা মায়ের গর্ব তাঁরা
গর্বিত হয় দেশ।
ধরার বুকে যখন কভু
আঁধার আসে নেমে
নিগৃহীত হয় কন্যাশিশু
মনুষ্যত্ব যায় থেমে।
কন্যা শিশুর সঠিক যত্ন
সুন্দর ভবিষ্যত
সব প্রয়াসে শিশুরা হোক
পৃথিবীতে নিরাপদ।