চাষা
রোদে পোড়ে ফলাই ফসল
চষে সোনার মাটি
দেহের ঘামে ভেজে মাটি
হয় যে আরো খাঁটি।
দেশ-জননী আদর দিয়ে
নেয় রে আমায় বুকে
ধানের ক্ষেতে পাকা ধানে
স্বপ্ন থাকে লুকে।
যেখানেতে থাক তুমি
শহর কিংবা গ্রামে
তোমার মুখের খাবারটা তো
তৈরি আমার ঘামে।
দেশের তরে চল সবে
আপন মেধা খাটাই
মিলেমিশে দেশটা গড়ি
স্বপ্ন ভালো থাকাই।