পূজার রঙে রাঙানো এবারের নাটক ও গান
পূজা মানেই আনন্দ, উৎসব এবং নতুন কিছু উপভোগ করার সময়। প্রতি বছর শারদীয় দুর্গোৎসবের সময় আমাদের সংস্কৃতির অন্যতম প্রধান বিনোদন মাধ্যম নাটক ও গান নতুন রূপে হাজির হয়। পূজার ছুটিতে পরিবারের সঙ্গে টিভির সামনে বসে নতুন নাটক দেখা কিংবা ইউটিউবে মুক্তি পাওয়া গান শুনে মেতে ওঠার আনন্দই আলাদা।এবারের দুর্গাপূজা উপলক্ষে বেশ কিছু নতুন নাটক এবং গান মুক্তি পেয়েছে। জনপ্রিয় নির্মাতারা নিয়ে এসেছেন বিশেষ নাটক, আর সঙ্গীতশিল্পীরা উপহার দিয়েছেন নতুন গান।
পূজায় নতুন নাটক
নন্দিত পরিচালক চয়নিকা চৌধুরী পূজা উপলক্ষে এনেছেন বিশেষ নাটক ‘বিসর্জনে অর্জন’। এটি ১১ অক্টোবর মাছরাঙা টিভিতে প্রচারিত হবে। নাটকের গল্পে দেখা যাবে পুরনো বিশ্বাস ও সম্পর্কের টানাপোড়েন। অভিনয়ে রয়েছেন আবুল হায়াত, তানিয়া বৃষ্টি, জুনায়েদ বোগদাদীসহ অনেকে।
এছাড়া এনটিভিতে ১২ অক্টোবর চয়নিকার আরেকটি পূজার নাটক ‘শারদ প্রাতে’ প্রচারিত হবে। এটি দু’বছর আগে প্রথম প্রচারিত হলেও, এবার পুনরায় দেখানো হবে। এতে অভিনয় করেছেন এফ এস নাঈম, তানজিম সাইয়ারা তটিনী প্রমুখ।
পূজায় নতুন গান
গানপ্রেমীদের জন্য এবার পূজায় নতুন গান নিয়ে এসেছেন বাপ্পা মজুমদার। তার একক গান ‘শহরের চোখ’ ইতিমধ্যে মুক্তি পেয়েছে। এই গানটির কথা লিখেছেন আতিউর রহমান, আর সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা নিজেই। বাপ্পার নিজের ইউটিউব চ্যানেলে গানটি শোনা যাচ্ছে। গানের ভিন্নধর্মী সুর ও বাপ্পার কণ্ঠের মেলবন্ধন শ্রোতাদের কাছে বেশ প্রশংসিত হয়েছে।
এছাড়া, গজলের আঙ্গিকে বাংলা গান নিয়ে আসছেন বাপ্পা মজুমদার। কণ্ঠশিল্পী গালিব হাসানের সঙ্গে তার গজল আঙ্গিকের গান ‘অনুভব’ শিগগিরই প্রকাশিত হবে।
ডিজিটাল প্ল্যাটফর্মে পূজার আয়োজন
অনলাইন প্ল্যাটফর্ম যেমন বায়োস্কোপ, আইফ্লিক্স, ও জি-ফাইভের মতো ডিজিটাল স্ট্রিমিং সার্ভিসগুলোও এবারের পূজায় দর্শকদের জন্য নিয়ে এসেছে বিশেষ কন্টেন্ট। নতুন নতুন নাটক, টেলিফিল্ম ও পূজার গান ছাড়াও পূজার সময় সরাসরি পূজা মণ্ডপের দৃশ্য ও বিভিন্ন পূজা স্পেশাল প্রোগ্রাম স্ট্রিম করা হচ্ছে। ইউটিউবেও বেশ কিছু পূজার গান ও নাটক মুক্তি পেয়েছে, যা অনলাইনে বেশ জনপ্রিয়তা লাভ করেছে।
নাটক ও গান মিলিয়ে এবারের পূজা উৎসবে দর্শক-শ্রোতারা বেশ কিছু নতুন ও মনোমুগ্ধকর উপহার পাচ্ছেন। এ বছরও পূজার বিশেষ নাটক এবং নতুন গানগুলো আমাদের বিনোদনের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। তাই পরিবারের সঙ্গে বসে নাটক দেখুন, নতুন গান শুনুন এবং পূজার প্রতিটি মুহূর্তকে উপভোগ করুন।