Skip to content

দাওয়াত

আমার কোনো যোগ্যতা নাই তোমায় দাওয়াত করি।
আমার কোনো ক্ষমতা নাই তোমায় যতন করি।
তবু তোমার দাওয়াত রইল বন্ধু আমার বাড়ি।
পয়লা বৈশাখ আইসো তুমি নিয়া মিষ্টির হাঁড়ি।

 

তোমায় দেবো চিড়ামুড়ি সঙ্গে আখের গুড়।
শুনবে তুমি হৃদয় দিয়ে মাটির গানের সুর।
তোমায় দেবো পান্তাভাতে শুকনা মরিচ ভাজা।
তোমায় দেবো পাটের শাক আর মাছ দেবো সব তাজা।

 

তোমায় দেবো পাখার বাতাস জুড়াইবা অন্তর।
মাটির বুকে পাইতা দেবো মা'র হাতের দস্তর।
তোমার শহর ছেড়ে একদিন আসো তুমি, আসো।
তুমি নাকি বন্ধু আমায় অনেক ভালোবাসো!

 

তোমার যদি মনে চাহে আইসো আমার বাড়ি।
গ্রামের সাথেই বাঁন্ধা বন্ধু আজো আমার নাড়ি।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ