শীতের আমেজে নো – মেকআপ, মেকআপ লুক
শীত প্রায় এসে পড়েছে। অল্প স্বল্প প্রোগ্রাম এই সময়ে লেগেই থাকে। সেজন্য সাজগোজ না চাইলেও করা হয়ে থাকে। সাজগোজে একেক সময় একেক ধরনের ট্রেন্ড চলমান। এছাড়াও এখন চলছে মিনিমাল মেকআপের ট্রেন্ড। সাজবেন কিন্তু কোনভাবেই মনে হবে না যেন সেজেছেন।
এখনতো সেলিব্রিটিরাও এ ধরনের মিনিমাল মেকআপ বা নো – মেকআপ লুক নিচ্ছে বেশিরভাগ সময়ই। তবে সব ত্বকে মিনিমাল মেকআপ লুক করা সহজ নয়। ত্বক স্বাস্থ্যকর এবং প্রাণবন্ত থাকলেই সে ত্বকে মিনিমাম মেকআপ শোভা পায় বেশি। এছাড়াও যারা প্রতিদিন অফিসে কিংবা ইউনিভার্সিটিতে যান তাদের জন্য এই ধরনের মিনিমাম মেকআপ বা নো – মেকআপ লুক করা সহজ। এতে করে ত্বক ভালো থাকবে। প্রতিদিন খুব ভারী মেকআপ নিলে ত্বকে নানান সমস্যা হতে পারে। তাই প্রতিদিনের চাহিদায় মিনিমাম মেকআপ বা নো – মেকআপ লুক রাখাই যায়।
নো – মেকআপ করার কিছু টিপস
১- ত্বক ভালো করে ধুয়ে নিন।
২- ত্বকে শিট মাস্ক বা যেকোনো জেল ব্যবহার করুন।
৩- সানস্ক্রিন ও মশ্চারাইজার ব্যবহার করুন।
৪- পছন্দসই কোন ডে-ক্রিম বা বিবি ক্রিম ব্যবহার করুন।
৫- ত্বকের দাগ থাকলে কালার কারেক্ট করে নিন।
৬- হালকা করে পাউডার দিন ত্বকে।
৭- ত্বকের রঙের সাথে মিলিয়ে কাছাকাছি রঙের ব্লাশঅন বেছে নিন। ক্রিমভিত্তিক ব্লাশঅন নিলে ভালো।
৮- নিজের পছন্দমত চোখে কাজল, আইলেনার ওমাস্কারা ব্যবহার করতে পারেন।
৯- ঠোঁটও হালকা রঙের লিপস্টিক ব্যবহার করুন। চাইলে লিপগ্লসও দিতে পারেন।
১০- টিপ পড়তে পছন্দ করলে সেই ক্ষেত্রে পোশাকের সাথে মিলিয়ে কপালে একটা ছোট টিপ পড়তে পারেন।