Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বলিষ্ঠ কলম

যারা তোমাকে বলেছিল 
কালের বিবর্তনে তোমার লেখা
থাকবে না, চিরকাল। 
আজ তারা নেই, পৃথিবীর বুকে।

 

তোমার লেখা আছে, পুস্তকে গাঁথা
প্রতি পাতায়-পাতায়,
পৃথিবীর বুকে সারা জীবন ধরে থাকবে
সাহিত্য অঙ্গনে তোমার লেখনী, অম্লান হয়ে। 

 

সমাজ-সংসারের চাহিদা মেটাতে
ছিল তোমার অর্থের অভাব 
সাহিত্য অঙ্গনে সাহিত্যচর্চায়
তোমার হৃদয় জুড়ে সাহিত্যের ছিলোনা
কোন অভাব। 

 

দাসত্বের শৃঙ্খল হতে মুক্তি চেয়ে
করেছ  কত কবিতা  রচনা। 
শোষণ ও উৎপীড়ন হতে মুক্তি চেয়ে
করেছ কত গান রচনা। 

 

তোমার বলিষ্ঠ কলমে
জীবনের তাগিদে কত পথ 
তুমি দিয়েছো পাড়ি, 
সময়ের কঠিন আঘাতেও পারেনি
তোমায় ক্ষান্ত করতে। 

 

৭৭ বছর ধরে করেছ সৃষ্টি 
সমাজের কত গল্প, কবিতা, নাটক 
সাহিত্য অঙ্গনের জন্য 
বিশাল তোমার ইতিহাস, 
আছে মানুষের হৃদয় জুড়ে 
বিশ্ব-বাংলার প্রতিটি ঘরে-ঘরে।

 

এখনো সমাজে নির্যাতিত মানুষের
মুক্তির দাবিতে, সুর ধরে
তোমার বিদ্রোহী গানের,
আবৃতি করে, তোমার বিদ্রোহী কবিতা। 

 

তুমি চলে গেছো ৪৫ বছর হল  
তবুও তোমার স্মৃতি মনে করে
তোমার সমাধিতে ফুলের অঞ্জলি
ঝরে প্রতিনিয়ত, 
তুমি আছো তুমি থাকবে
সাহিত্য অঙ্গনে প্রতিনিয়ত। 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ