খেলার সাথী
আয় রে জলি আয় রে মলি
খেলার মাঠে আয়
আয় রে সুজন আয় রে ভজন
বেলা বয়ে যায়।
মাঠে ঘাটে এই তল্লাটে
আমরা খেলার সাথী,
কানামাছি বউচি খেলি
ফুলের মালা গাঁথি।
এক্কাদোক্কা ফুলের টোক্কা
গোল্লাছুটের মতো
বিলে-ঝিলে ডুবসাঁতারে
করবো মজা কতো!
লুকোচুরি পুতুল বিয়ে
খেলবো চড়ুইভাতি,
কোথায় গেল ছেলেবেলা
আয় না আবার মাতি।