Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বৃক্ষ বন্ধু

বৃক্ষ সবার পরমবন্ধু খাদ্য-পুষ্টি দেয়,
অক্সিজেনের বিনিময়ে বিষাক্ত গ্যাস নেয়।
ক্লোরোফিল ও সূর্যালোক আর বিষাক্ত গ্যাস দিয়ে,
তৈরি করে শ্রেষ্ঠ খাদ্য প্রাণীকুল বাঁচিয়ে।

 

ফুলে-ফলে সাজায় বৃক্ষ বসুন্ধরার বুক,
শীতল-বায়ুর প্রবাহে পাই ভীষণরকম  সুখ।
সকল প্রাণীর আশ্রয়দাতা থাকে মাটি চুমি,
বৃক্ষ ছাড়া এই ধরণী ধূ ধূ মরুভূমি।

 

নির্মল বায়ু দীর্ঘ আয়ু বৃক্ষের সেরা দান,
বৃক্ষের ডালে মহানন্দে পাখীরা গায় গান।
বন্যা-খরা কম হয় যদি থাকে বৃক্ষের হাসি,
বৃক্ষচ্ছায়ায় রাখাল বালক বাজায় বসে বাঁশি।

 

আমার প্রিয় বাংলাদেশের সারা অঙ্গময়,
সবুজ-শ্যামল রূপের বাহার বৃক্ষরাজির জয়।
এসো আমরা বৃক্ষ রোপণ করি সবাই বাছা,
সুস্থভাবে থাকি বেঁচে যায় যতদিন বাঁচা।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ