আসল কুরবানি
ভোগের মাঝে সুখ থাকে না
ত্যাগের মাঝেই জানি,
ক্ষুধার্ত পাক অন্ন আগে
লই বুকেতে টানি।
ধনীর ধনে যাকাত থাকে
নয় করুণা হীনে,
দেয় অধিকার মাবুদ-খোদা
নাও না তাদের চিনে।
মনের পশু কুরবানি হয়
গৃহের পশু চিহ্ন,
যায় না পাওয়া খোদার নেকি
এই চেতনা ভিন্ন।
সমাজটা তাই হোক সমতার
বুঝুক যত ধনী,
বিলিয়ে দিলে অন্নবস্ত্র
থাকবে বনাবনি।