বেতন বাড়ছে নারী ক্রিকেটারদের
নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। শুধু বেতনই নয়, বেতনের পাশাপাশি ম্যাচ ফিসহ অন্যান্য ভাতাও বাড়ানো হবে। এর আগে নারী ক্রিকেট দলে কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারের সংখ্যাও বাড়ানো হয়। বিসিবি নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম নাদেল এই বিষয়টি নিশ্চিত করেন।
প্রথমবারের মত গতবার কেন্দ্রীয় চুক্তিতে ১৯ জন নারী ক্রিকেটারকে রাখা হয়। এবার এই সংখ্যা বাড়িয়ে আগামী এক বছরের জন্য ২২ জন নারী ক্রিকেটারকে চুক্তিভুক্ত করেছে বিসিবি।
বেতন বাড়ানোর পাশাপাশি নারী ক্রিকেট দলে কোচিং স্টাফ নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলমান থাকবে। এমনকি টেস্ট স্ট্যাটাস পাওয়া নারীদের বেতন, ম্যাচ ফি ছাড়াও অন্যান্য আর্থিক সুবিধাও বাড়াতে যাচ্ছে বোর্ড।
তবে গত মঙ্গলবারের এই বোর্ড সভায় জাতীয় দলের কোচিং স্টাফদের চুক্তির মেয়াদ বা পুরুষ ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নিয়ে কোনোরকম চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি।