ফুলপরীদের দেশে
খোকা খুকু যায় হারিয়ে
ফুলপরীদের দেশে,
বাঁধনহারা মন যে তাদের
যায় আকাশে ভেসে।
ফুলের সাথে গল্প করে
যায় যে তাদের বেলা,
আলোর মতো নরম রোদে
ফুলপরীদের মেলা।
পাখির মতো ডানা মেলে
নীল আকাশে উড়ে,
হাজার আশা স্বপ্ন বুনে
পরীর দেশটা ঘুরে।
ফুলপরী আর পাখির সাথে
ভাব জমিয়ে তারা
কোন কিছুতেই যায় না বাঁধা
হলো বাঁধন হারা !