টিকা প্রদান বন্ধ, থাকতে হবে সতর্ক
করোনা যখন সারাবিশ্বে মৃত্যুর ঝড় তুলে দিয়েছে, মানুষের মনে মৃত্যুর আতঙ্ক যখন মাত্রাতিরিক্ত, তখন প্রায় একবছর পর টিকা আবিষ্কার কিছুটা স্বস্তি দেয়। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশও শুরু করে টিকা কার্যক্রম৷ কিন্তু সম্প্রতি টিকার দ্বিতীয় ডোজ শুরু হওয়ার সাথে সাথে ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট আরো ভয়াল থাবা বসায়। এতে বাংলাদেশ পড়ে টিকা সংকটে৷ ফলে নতুন করে টিকা দেওয়া বন্ধ রাখা হয়েছে।
এ অবস্থায় আতঙ্ক যেন আরো বেড়ে গেলো। তখন আর সতর্ক হওয়া ছাড়া যেন আরো কোন উপায় নেই বাঁচার। নিজের অজান্তেই আমরা ভাইরাস ছড়াই এবং আক্রান্ত হই৷ কিন্তু কিছু করারও নেই। নিত্য প্রয়োজনে আমাদের বের হতেই হয়। তাই মানতে হবে সর্বোচ্চ সতর্কতা।
• বাইরে বের হলে মাস্ক পরা বাধ্যতামূলক সম্ভব হলে দু’টি মাস্ক পরতে হবে।
• কথা বলার সময় দু' জন মানুষের মধ্য অন্তত এক মিটার শারীরিক দূরত্ব রাখুন।
• করোনাকালে বাইরের খাবার খাওয়া যাবে না।
• মিছিল বা বিয়ে বাড়ির মতো বেশি লোকের অনুষ্ঠানে যাবেন না।
• শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার খেতে হবে।
• এই বছরে দেশে- বিদেশ ভ্রমণের পরিকল্পনা বাতিল করুন।
• জ্বর-কাশি রয়েছে এমন লোক থেকে দূর থাকুন।
• সেলুন কিংবা বিউটি পার্লারে যেতেও সাবধান থাকুন।